মেজর সিনহার সহযোগী হিসেবে কাজ করা সিফাতের মুক্তির দাবিতে বরগুনায় আয়োজন করা মানববন্ধন পণ্ড হয়ে গেছে পুলিশের মারমুখী ভূমিকায়। আহত হয়েছেন অন্তত ৮ জন। সিফাতের বন্ধু-সহপাঠীদের দাবি, পুলিশের কাছে অনুমতি চেয়েও তা না পেয়ে মানববন্ধন করেন। কর্মসূচি চলার সময় হঠাৎই এসে তাদের মারধর করে পুলিশ।
“সরকার বিপকশে কাজ করছে আমার যেটা ধারনা ।” – ইলিয়াস আলী তালুকদার , ভারপ্রাপ্ত কর্মকর্তা,বামনা থানা, বরগুনা।
পুলিশ বার বার তাদের নিজেদের রুপ দেখিয়ে দিচ্ছে ।কয়েক জনকে ধড় পাকড়ে করতে গেলে এলেকার জনগনের তপের মূখে ছেড়ে দেয় । পুলিশের কাছে সবাই সন্ত্রাসী ।
পুলিশ মানেই এখন খুনি।