শীতকাল চলছে । চলছে শীতের পিঠা খাওয়ার উৎসব । আরো চলছে ধান লাগানো আরো অনেক কিছু। যারা এই সময় শীতের পোষাক পরবেনা ভদ্রলোক সাজতে যাবে তারাই শীতে মরবে । বাংলা একটা প্রবাদ আছে “ভদ্রলোক শীতে মরে” ।
আমাদের চারপাশে এখন শুরু হবে শীত বস্ত্র বিতরনের কর্মসূচি। বর্তমান এমন হয়েছে যে ঢাক ঢোল পিটানো হয়েছে বেশি । তবে যা হয়েছে সোশ্যাল মিডিয়ার কল্যানে । একটা বাংলা প্রবাদ আছে “খাজনার চেয়ে বাজনা বেশি”।
শীত বলে অবহেলা করবেন না । কোভিড-১৯ এর জন্য দেশের অবস্থা খুব খারাপ হতে পারে যদি আমরা শীতের সময় একটু সচেতন না হতে পারি ।
শীতের সময় আমরা সবাই মিলে আমাদের আশেপাশের মানুষ গুলোকে সাহায্য করতে পারি । আমরা নিজেরা ভাল থাকার চেষ্টা করবো আমাদের পাশের মানুষকে ভাল রাখার চেষ্টা করবো ।
শিশু ও বয়স্ক মানুষদের দিকে খেয়াল রাখবো । তবে মনে রাখবেন শীতের সময় কোথাও গেলে শীতের পোশাক অবশ্যই নিয়ে যাবেন ।