আমি মূলত গাড়ি চালাত ভয় করি। তবে মাঝে মাঝে আমার হিরো হোন্ডা স্প্লেন্ডার গাড়ি মাঝে মাঝে চালায়। মাঝে মাঝে নিয়ন্ত্রন হারিয়ে বেশি ব্রেক ধরে ফেলি।
এই ব্রেক ধরার জন্য আমি আজ গাড়ি নিয়ে পড়ে যায় । খুব বেশি আঘাত লাগেনি। অল্পের মধ্যেই সেরে যাবে এই রকম আঘাত পেয়েছি।
গাড়ি চালানো শিখা ও ভাল ভাবে চালানোই উত্তম।