নতুন ফিচার নিয়ে স্মার্টফোন আনবে হুয়াওয়ে:তথ্য প্রকাশ

হুয়াওয়ে বাজারে নিয়ে আসতে যাচ্ছে তিন ভাজের স্মার্টফোন । পেটেন্টের জন্য আবেদন করেছে কোম্পানি । এই তিন ভাজযুক্ত ফোন এই বছরের শেষে দিকে বাজারে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।
তিন ভাঁজযুক্ত স্মার্টফোনের ধারণা দিয়েছিল স্যামসাং। তবে এই প্রযুক্তি ফোন বাজারে আনেনি স্যামসাং। আশা করা যাচ্ছে স্যামসাং ও হুয়াওয়ে এক সাথে তিন ভাঁজযুক্ত ফোন বাজারে আনবেন।

টেকভিশন ২৪ এর এক সংবাদ থেকে জানা গেছে হুয়াওয়ে আগে সিইএস সম্মেলনে স্যামসাং এই ধারনা দিয়েছিল । হুয়াওয়ের পেটেন্টের আবেদনের বিষয় আইটিহোম তথ্য লিক করে। তথ্য অনুযায়ী ডিভাইজটি ইংরেজি জেড আকৃতির হবে । ডিভাইস টির দুটি আলাদা হিঞ্জ সিস্টেম থাকবে। এ ডিভাইসের অন্যতম একটি ফিচার হলো দ্বিতীয় হিঞ্জে থাকা ডিসপ্লেটি বাইরের দিকেও খোলা যাবে। ফলে ডিভাইস ভাঁজ করা থাকলেও ডিসপ্লের তৃতীয় অংশটি পুরোপুরি ব্যবহার করা যাবে।

হুয়াওয়ের পক্ষ থেকে বাজারজাতের বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি।

সুত্রঃ https://techvision24.com/

https://www.gizmochina.com

Leave a Comment