ন্যাশনাল রোমিং এ যুক্ত হলো রবি ও টেলিটক  

বাংলাদেশের মোবাইল কোম্পানি রবি ৮ মাস অপেক্ষার পর ন্যাশনাল রোমিং এর অনুমতি পেয়েছে ।এখন থেকে টেলিটক মোবাইল অপারেটরের গ্রাহকগন রবির নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন ।

ন্যাশনাল রোমিং এর মাধ্যমে যেখানে টেলিটকের নেটওয়ার্ক থাকবে না সেখানে গ্রাহকগন রবির নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলতে পারবেন। শুধু তাই নয় সকল ধরনের সেবাই পাবেন । অন্যদিকে রবির গ্রাহকগন একই ধরনের সুবিধা পাবেন । 

বাংলাদেশের প্রযুক্তি বিষয়ক পোর্টাল টেকশহর ডট কম বরাতে জানা গেছে । ন্যাশনাল রোমিং এর জন্য বিটি আর সি এর নিকট আবেদন করে। বাংলাদেশ সরকারের  টেলিযোগাযোগ বিভাগের অনুমোদন দেওয়া হয়েছে।

টেকশহর থেকে আরো জানা গেছে রবি মাস খানেকের মধ্যে পরীক্ষামূলক ন্যাশনাল রোমিং চালু করবে রবি। পরীক্ষামূলক ভাবে ৬ মাস দেখারপর বাণিজ্যিক ভাবে চালু করা হবে।

চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব মোবাইল কোম্পানি টেলিটক ও বাংলালিংক এই সেবা চালু করেছে।

ন্যাশনাল রোমিং সেবার বিষয়ে বিশেষভাবে সরকারি দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করেন রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম।

বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৪০ হাজার আর টেলিটকের ৬৫ লাখ ।

তথ্য সুত্রঃ https://techshohor.com/

Leave a Comment